অনুগ্রহ করে আপনার প্রশ্নগুলি বিনা দ্বিধায় আমাদের জানান। আমরা অতি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর নিয়ে ইমেল এর মাধ্যমে যোগাযোগ করবো।
সাইট এ লগইন করার জন্য আপনার ইউসার নেম ও পাসওয়ার্ড দিন এবং লগইন অপশনটি ক্লিক করুন
সর্বভারতীয় সংগীত-ও-সংস্কৃতি পরিষদে আপনাকে স্বাগতম । সংস্কৃতির স্বার্থে আমরা সকলে আছি, আপনারাও স্বাগত ।
আমাদের 5000 (প্রায়) অনুমোদিত কেন্দ্র এবং প্রায় 5 লাখ ছাত্রের মাধ্যমে বিশ্বব্যাপী সমৃদ্ধ ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও প্রচার করা।
একটি পারফর্মিং আর্টস ডিপ্লোমা পরীক্ষা বোর্ড। আমরাই পশ্চিমবঙ্গের একমাত্র বোর্ড যাদের ডিপ্লোমা ৩ টি বিশ্ববিদ্যালয় দ্বারা মান্যতাপ্রাপ্ত এবং সারা বিশ্বে স্বীকৃত।
তরুণ প্রতিভা অন্বেষণ, লালন পালন এবং সাংস্কৃতিক বিশ্বে তাদের পরিচয় করিয়ে দেয়া। স্বীকৃত শংসাপত্রগুলি প্রদান করার মাধ্যমে একটি সমান্তরাল কর্মসংস্থান ব্যবস্থা তৈরি করা।
ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য বজায় রাখা, সুষ্ঠ প্রচার এবং শিক্ষক ও শিক্ষার্থীর গুনগত মানের উন্নতিকল্পে ১৯৭৬ সনের ২৩শে জানুয়ারি কতিপয় স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের ঐকান্তিক প্রচেষ্টায় কলিকাতা মহানগরীর বুকে "সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ" প্রতিষ্ঠিত হয়। ১৯৭৬ সনের ২৫শে মার্চ পশ্চিমবঙ্গ সরকারের সোসাইটি এক্ট অনুযায়ী নথিভুক্ত করা হয় (রেজিস্ট্রেশন নং এস/১৭৫৪৭)।
যদুমিত্র লেনের একটি ভাড়া বাড়িতে শুরু হয় এবং পরবর্তী কালে রামরতন বসু লেন এ স্থানান্তরিত হয়। নামকরণ করেন স্বর্গীয় পন্ডিত সুখেন্দু গোস্বামী। সেই থেকে পরিষদ তাদের অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা ছাত্রছাত্রীদের ভারতীয় কলা ও সংস্কৃতির প্রশিক্ষণে ব্রতী। পরিষদের বিভিন্ন বিষয়ে পাঠ্যসূচি দেশ ও বিদেশে খ্যাতনামা গুরু এবং গুণী শিল্পীদের তত্ত্বাবধানে তৈরী এবং প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্র একই পাঠ্যসূচি অনুসরণ করে।
পরিষদ ও তার এই বিপুল কর্মকান্ড ক্রমশ বিশালায়তন হচ্ছে, দেশের বিভন্ন প্রান্তে এবং বিদেশে তার শাখা প্রশাখা বিস্তার করছে। এই কর্মকান্ড চালিয়ে যেতে প্রয়োজন হয় বড় ভবনের , তাই ১৯৮২ সালে ১ এ যদুনাথ সেন লেনের দ্বিতল বাড়িটি ক্রয় করা হয়। এই পরিষদ ভবনটি জাতীয় ঐতিহ্যের নিদর্শন , এই খানেই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় প্রথম বিধবা বিবাহ প্রচলন করেন।
সম্পূর্ণ পাঠক্রমটি জুনিয়ার থেকে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগে মোট ১১ বছরে সমান ভাবে বিভক্ত করা হয়েছে। প্রতি বছর বার্ষিক পরীক্ষার মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রীর অগ্রগতি পরিমাপ করা হয়। অনুমোদিত প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে এবং তাদের উৎসাহিত করতে সফল ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হয়। এই প্রশিক্ষণের দ্বারা তারা ভবিষ্যতে ভালো শিল্পী ,শিক্ষক হয়ে ওঠে এবং নিজস্বতা খুঁজে পায়।
বিশেষ দ্রষ্টব্য :সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ একটি নৃত্য, নাটক, সংগীত এবং চারুকলা পরীক্ষার বোর্ড.এটি একটি ISO-9001:2015 অনুমোদিত / নিবন্ধিত সংগঠন। আমরা পশ্চিমবংগ দৃশ্যকলা আকাদেমি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত। আমাদের প্রদান করা সার্টিফিকেট / ডিগ্রী / ডিপ্লোমা রাজা মান সিং তোমর মিউজিক ও ফাইন আর্টস বিশ্ববিদ্যালয়,গ্বালিওর, মধ্যপ্রদেশ ও ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়, খয়রাগড়, ছত্তিশগড়- বি.মিঊজ / বি. ফাইন এবং এম.মিঊজ / এম. ফাইন -র সমতুল্য।